Monday, October 3, 2022

★সাংগঠনিক নীতিমালা★

আসসালামু আলাইকুম,,
শ্রদ্ধেয় স্বেচ্ছাসেবী সদস্য"RKF" এর জন্য নিম্নে কিছু নীতিমালা দেয়া হলো। আশা করি সবাই আমরা নীতিমালা গুলো মেনে চলবো😍 .. ১/ এখানে কেউ কোনো ধরনের লাইক/ইমোজি/স্টিকার কিছু ব্যাবহার করবোনা এবং ইমোজি চেইঞ্জ করবেন না ২/ এখান সাংগঠনিক মানবতার কাজের ছবি ছারা অন্য কোনো পার্সোনাল ছবি বা এড শেয়ার করবোনা। ৩/ এখানে আমারা সবাই স্বেচ্ছায় মানবতার কাজে নিয়োজিত তাই ছোট্ট/বড় সবাই আমারা আলোচনা করার সময় স্যার/ম্যাম বলে সম্মোহন করব। ৪/ এখানে নতুন কাউকে এড দেওয়ার আগে অবশ্যই তার সম্পুর্ন ডিটেলস নিবো ও তাকে আমাদের সংগঠনের কার্যক্রমগুলো অবহিত করব। আমাদের সাথে এই মহৎ কাজে অংশগ্রহণে রাজি হলে এডমিন/জোন লিডার এর অনুমতি নিয়ে নতুনদের এড দিব। ৫/ এখানে কেউ রাজনৈতিক আলোচনা করবো না। সাংগঠনিক আলোচনা কারার সময় রক্তের রিকুয়েস্ট আসলে তখন সবাই একযোগে রক্তদাতা খুঁজে দিতে সহায়তা করবো। ৬/অনৈতিক কার্যকালাপে জড়িত থাকলে তাকে সাথে সাথেই সংগঠন থেকে বহিষ্কার করা হবে। ৭/ সংগঠনের সকল সদস্য শুধুমাত্র সাংগঠনিক সম্পর্কে আবদ্ধ,এর বাহিরে অন্য কোনো সম্পর্কে জড়ানো সংগঠন অনুমোদিত নয় এবং সম্পর্কে জড়ালে সংগঠন দায়বদ্ধ থাকবে না। ৮/বয়স কিংবা অভিজ্ঞতায় সিনিয়র যারা তাদের অবশ্যই সম্মান জানাতে হবে এবং সিদ্ধান্ত মেনে নিতে হবে।কমিটির সকল সিদ্ধান্তে অনুগত থাকতে হবে। সবাইকে ধন্যবাদ 💖 "মানবতার সন্ধানে, _________তারুণ্যের বন্ধন" "রক্ত কণিকা ফাউ‌ন্ডেশন" (RKF টিম )

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: